নাহিদের পশ্চাদেশে লাঠি

নাহিদের পশ্চাদেশে লাঠি
১৩ ফেব্রুয়ারি, ২০২৩, সোমবার
১৮ঃ৪১
লেখাঃ সাদাত আলম প্রতীক
১৮ঃ৪১
লেখাঃ সাদাত আলম প্রতীক
খবরের হেডিংটা মোটেও এরকম হবার কথা ছিলো না । খবরের হেডিং হবার কথা ছিলো "আলিফের প্রেমালাপে বাধা" । কিন্তু আমাদের প্রেমিক পুরুষ এমন একটি কান্ড ঘটালেন, মনে হলো ওটার চেয়ে এটাও দর্শকদের আকর্ষণ করবে বেশি । যাই হোক, আজ ১৩ ফেব্রুয়ারি, সোমবার ভালোবাসা দিবসের আগের দিন বিধায় ভালোবাসার মানুষের সাথে কথা বলছিলেন আলিফ নুর । কিন্তু তার প্রেমালাপে বিঘ্ন ঘটাতে হাজির হয় তার সব বন্ধুরা । নাহিদও ক্যামেরা হাতে খুবই এক্সাইটিং মনভাবাপন্ন হয়ে জালাচ্ছিলেন আলিফকে । কিন্তু আসিফ আবার কোত্থেকে একটা লাঠি এনে উচিয়ে ধরলেন নাহিদের পশ্চাদেশ বরাবর ।