"আমার অনেকগুলা পাখি" - শাকিল

"আমার অনেকগুলা পাখি" - শাকিল
১৬ জানুয়ারি, ২০২৩, সোমবার
১১ঃ৩২
লেখাঃ সাদাত আলম প্রতীক
১১ঃ৩২
লেখাঃ সাদাত আলম প্রতীক
চশমা চোখে হেটে যাবার সময় পি সেকশন নিউজডেস্কের মুখোমুখি হন শাকিল । তাকে প্রশ্ন করা হয় কতোগুলো পাখি মেরেছেন কিংবা কতগুলো পাখিকে র্যাগ দিয়েছেন । প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকগুলো পাখি মেরেছেন, অনেকগুলো পাখি র্যাগ-ও দিয়েছেন । সেখানে থেকে দু-একটা দুস্থ বঞ্চিত ছাত্রদের দেয়া যাবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন এগুলো পাখি দেয়ার জন্য না, এসব পাখিকে তিনি হৃদয় পিঞ্জিরার মাঝে বন্দি রেখেছেন । শেষে তিনি তার বক্তব্য ছাড়তে নিষেধ করলেও তিনি তো জানেন না এটা ছাড়া হবেই হবে!
উল্লেখ্য, গত জানুয়ারির ১ তারিখ দেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন শত শত ফ্রেশার ।
(সতর্কীকরণঃ না আমরা, না ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেউই কোন প্রকার র্যাগিং কিংবা সামাজিক অবক্ষয়মুলক কর্মকাণ্ডকে সমর্থন করে না । ভিডিওটি নিছক কৌতুকের খাতিরে নির্মিত)
উল্লেখ্য, গত জানুয়ারির ১ তারিখ দেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন শত শত ফ্রেশার ।
(সতর্কীকরণঃ না আমরা, না ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেউই কোন প্রকার র্যাগিং কিংবা সামাজিক অবক্ষয়মুলক কর্মকাণ্ডকে সমর্থন করে না । ভিডিওটি নিছক কৌতুকের খাতিরে নির্মিত)