ফাহিম আলিফের যুগলবন্দী

ফাহিম আলিফের যুগলবন্দী
২৪ জানুয়ারি, ২০২৩, মঙ্গলবার
১১ঃ৫৪
লেখাঃ সাদাত আলম প্রতীক
১১ঃ৫৪
লেখাঃ সাদাত আলম প্রতীক
যেমন আলিফ, তেমনি ফাহিম, দুজন একসাথে উরাধুরা নেচেই যাচ্ছে, কমলায় নৃত্য করে গানের সাথে কমলার জায়গায় ফালিম-আলিফের নৃত্য উপভোগ করলো সেকশন পি ।
উল্লেখ্য, আজ ২৪ তারিখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী । সেই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জমায়েত হয়েছে ভার্সিটির সকল ফ্যাকাল্টির হাজারেরও বেশি স্টুডেন্টস, শতাধিক ফ্যাকাল্টি টিচার সহ ড্যাফোডিল এর প্রতিষ্ঠাতা সবুর খান । সেই আয়োজনে উপস্থিত ছিলো ৬৩ ব্যাচের পি সেকশনও ।
উল্লেখ্য, আজ ২৪ তারিখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী । সেই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জমায়েত হয়েছে ভার্সিটির সকল ফ্যাকাল্টির হাজারেরও বেশি স্টুডেন্টস, শতাধিক ফ্যাকাল্টি টিচার সহ ড্যাফোডিল এর প্রতিষ্ঠাতা সবুর খান । সেই আয়োজনে উপস্থিত ছিলো ৬৩ ব্যাচের পি সেকশনও ।