জারিফের ওপরে শাকিল

জারিফের ওপরে শাকিল
২৪ জানুয়ারি, ২০২৩, মঙ্গলবার
১০ঃ৩৫
লেখাঃ সাদাত আলম প্রতীক
১০ঃ৩৫
লেখাঃ সাদাত আলম প্রতীক
হঠাৎ অনুষ্ঠানের মাঝে শাকিলের খুব সাধ জাগল কারো ঘাড়ে চড়ার । জারিফ বলে উঠলো, "মামা, আমি পারমু ।" যেই কথা, সেই কাজ । শাকিলকে ঘাড়ে নিলো জারিফ, আর সেই সাথে শাকিলের মনে হালকা ভয় এলো, যদি পড়ে যাই! বেশ কিছুক্ষণ চিল্লাপাল্লার পর একটু সোয়্যাগ দেখানোর পর জারিফকে একটু গালি দেবার পরই নিচে নামলো শাকিল ।
উল্লেখ্য, আজ ২৪ তারিখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী । সেই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জমায়েত হয়েছে ভার্সিটির সকল ফ্যাকাল্টির হাজারেরও বেশি স্টুডেন্টস, শতাধিক ফ্যাকাল্টি টিচার সহ ড্যাফোডিল এর প্রতিষ্ঠাতা সবুর খান । সেই আয়োজনে উপস্থিত ছিলো ৬৩ ব্যাচের পি সেকশনও ।
উল্লেখ্য, আজ ২৪ তারিখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী । সেই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জমায়েত হয়েছে ভার্সিটির সকল ফ্যাকাল্টির হাজারেরও বেশি স্টুডেন্টস, শতাধিক ফ্যাকাল্টি টিচার সহ ড্যাফোডিল এর প্রতিষ্ঠাতা সবুর খান । সেই আয়োজনে উপস্থিত ছিলো ৬৩ ব্যাচের পি সেকশনও ।