Ya Habibi Alif

ইয়া হাবিবি আলিফ
৮ ডিসেম্বর, ২০২২, বৃহস্পতিবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
নীল পাঞ্জাবি পড়ে সকল ভুলের জন্য ক্ষমা চাইছে আলিফ । কিন্তু এটা বাস্তবে নয়, এটি একটি শর্টফিল্মের শুটিং । আসলে ইন্ট্রোডাকশন টু বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ফর কম্পিউটেশন কোর্সের কোর্স টিচার মো. আসাদুজ্জামান স্যার পি সেকশনের সবাইকে শর্টফিল্মের আয়োজন করতে বলেন । সেটিরই শুটিং এটি । এখানে তারা ধর্মীয় বিষয়ে একটা মেসেজ নিয়ে স্বল্প দৈর্ঘের চলচ্চিত্র 'হারাম' নির্মাণ করছেন । নাটকে আরও অভিনয় করেছেন নাহিদ হাসান, আসাদুজ্জামান আসিফ, রবিন খান এবং তৌফিক । নাটকের পরিচালনায় থাকা নাহিদ হাসান একটি কষ্টের কথা আমাদের জানান । তা হলো, নাটকের মতো বাস্তবেই আলিফ ছেলেটা ভালো হলে আরও ভালো লাগতো তার । 'হারাম' নাটক সহ ৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখতে
এখানে
ক্লিক করুন ।