World Cup Final

বিশ্বকাপ ফাইনাল
১৮ ডিসেম্বর, ২০২২, রবিবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
বিশ্বকাপ ফুটবলের শুরু থেকেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বড় পর্দায় সরাসরি খেলা উপভোগ করে আসছে হলে থাকা শিক্ষার্থীরা । মাঝে কোন এক খেলায় আর্জেন্টাইন ফ্যানদের উচ্ছ্বাসের ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার পেইজের ভাইরালও হয়েছে । আজ সেই আর্জেন্টিনা গিয়েছে ফাইনালে । সেই আর্জেন্টিনার খেলা দেখতেই তাই আজও ভিড় জমিয়েছে আর্জেন্টাইন ফ্যানেরা । খেলা উপোভোগের সময় সামনে থেকে সেলফি নেন পিয়াল, তাউহিদ আর শাকিল ।