This start is not the begining

শুরু হইয়াও হইলো না শুরু
১৩ জানুয়ারি, ২০২২, শুক্রবার
২২ঃ৩৭
লেখাঃ সাদাত আলম প্রতীক
২২ঃ৩৭
লেখাঃ সাদাত আলম প্রতীক
প্রথম সেমিস্টারের পর দ্বিতীয় সেমিস্টার শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হয়েছে ১০ তারিখ, কিন্তু এখনও ক্লাসে ফেরেনি ছাত্ররা । প্রথম দিন অর্থাৎ বুধবার ১০ জানুয়ারি অনেকেই ক্লাসে গেলেও ৬৪ তম ব্যাচের নবীন বরণ থাকায় ক্লাস সেদিন হয়নি । গিয়ে বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হওয়ায় একটু সেলফি তুলেছে আরকি । কারণ ছাড়াই এতো দুরের পথ ভোর ৭ টার গাড়িতে এই কনকনে শীতের সকালে পাড়ি দিয়ে কষ্টে ছাত্রছাত্রীরা পরদিন ১১ জানুয়ারি ক্লাসেই যায় নি । যার দরুন সেদিন সব ক্লাস হলেও উপস্থিত ছিলো মাত্র ৩-৪ জন । আসল কথা হচ্ছে, এই শীতের সকালে ৭ টার সময় ভার্সিটি যাওয়া একটা কষ্টদায়ক ইতিহাসের নাম । ফলে সবাই না এলে ক্লাস ঠিকঠাক মতো শুরু হবে না বলেই মনে হচ্ছে ।