ফ্রেশারে খরা চলছে

ফ্রেশারে খরা চলছে
১৬ জানুয়ারি, ২০২৩, সোমবার
১০ঃ২৩
লেখাঃ সাদাত আলম প্রতীক
১০ঃ২৩
লেখাঃ সাদাত আলম প্রতীক
চশমা চোখে বেশ ভাবের সাথে হেটে যাচ্ছেন জারিফ হাসান । উদ্দেশ্য তেমন কিছুই না, পাখি ধরা । নারী পাখিদের মনপিঞ্জিরায় বন্দি করা, পুরুষ পাখিদের আদেশবন্দি করা । তাকে এরকম সম্পর্কিত প্রশ্ন করলে প্রথমে তিনি বলেন এখন খরা চলছে ফ্রেশারে । কিন্তু পরবর্তীতেই মত পালটে ফেলেন তিনি । জানান, তিনি অনেক ভালো মানুষ, তিনি এগুলো করেন না ।
উল্লেখ্য, গত জানুয়ারির ১ তারিখ দেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন শত শত ফ্রেশার ।
(সতর্কীকরণঃ না আমরা, না ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেউই কোন প্রকার র্যাগিং কিংবা সামাজিক অবক্ষয়মুলক কর্মকাণ্ডকে সমর্থন করে না । ভিডিওটি নিছক কৌতুকের খাতিরে নির্মিত)
উল্লেখ্য, গত জানুয়ারির ১ তারিখ দেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন শত শত ফ্রেশার ।
(সতর্কীকরণঃ না আমরা, না ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেউই কোন প্রকার র্যাগিং কিংবা সামাজিক অবক্ষয়মুলক কর্মকাণ্ডকে সমর্থন করে না । ভিডিওটি নিছক কৌতুকের খাতিরে নির্মিত)