Shakil Needs Wife

শাকিলের পাত্রী চাই
১৫ জানুয়ারি, ২০২২, রবিবার
০২ঃ৫৩
লেখাঃ সাদাত আলম প্রতীক
০২ঃ৫৩
লেখাঃ সাদাত আলম প্রতীক
আর একা একা থাকতে ভালো লাগছে না শাকিলের । আর কত একা ছুটি কাটাবেন? আর কতো একা থাকবেন ইয়া বড়ো বিছানায় ইয়া বড় কাথার নিচে? আর কত সকাল-দুপুর-রাতের খাবার টেবিলে একা বসে খেতে হবে তাকে? তাই সে এখন ব্যাকুল হয়ে গিয়েছেন একটা বউয়ের খোঁজে । রাজি না থাকলেও পি সেকশনের রিতুকে আমরা বানিয়েছি ঘটক । নিচে শাকিলের কোয়ালিফিকেশন দেখে রাজি হওয়া এবং নিচের কোয়ালিফিকেশনের কোনো মেয়ে খুজে পেলে আমাদের সাথে অতিসত্বর যোগাযোগ করবেন ।
পাত্রের নামঃ শাকিল আহমেদ
বয়সঃ ২১
বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন
স্বভাবঃ শান্তশিষ্ট কিন্তু লেজবিশিষ্ট (ভেতরে ভেতরে মিচকা শয়তান)
তবে পাত্র হিসেবে পারফেক্ট!
এবং বন্ধু হিসেবেও!
যেমন পাত্রী চাইঃ
পাত্রীর জন্য কোনো কোয়ালিফিকেশন নাই ভাই, একজন হইলেই হইলো, যেখানে বউ পাওয়া কষ্টসাধ্য সেখানে কোয়ালিফিকেশন দেখা বিলাসিতা!
খুজে পেলে যোগাযোগ করবেন পি সেকশনের ঘটক রিতু বরাবর । আরও বিস্তারিত তার কাছেই জানতে পারবেন ।
পাত্রের নামঃ শাকিল আহমেদ
বয়সঃ ২১
বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন
স্বভাবঃ শান্তশিষ্ট কিন্তু লেজবিশিষ্ট (ভেতরে ভেতরে মিচকা শয়তান)
তবে পাত্র হিসেবে পারফেক্ট!
এবং বন্ধু হিসেবেও!
যেমন পাত্রী চাইঃ
পাত্রীর জন্য কোনো কোয়ালিফিকেশন নাই ভাই, একজন হইলেই হইলো, যেখানে বউ পাওয়া কষ্টসাধ্য সেখানে কোয়ালিফিকেশন দেখা বিলাসিতা!
খুজে পেলে যোগাযোগ করবেন পি সেকশনের ঘটক রিতু বরাবর । আরও বিস্তারিত তার কাছেই জানতে পারবেন ।