P-Section Homecoming

স্বপ্ন যাচ্ছে বাড়ি
২৪ ডিসেম্বর, ২০২২, শনিবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
শেষ হয়ে গেলো ফাইনাল পরীক্ষা, শেষ হয়ে গেলো প্রথম সেমিস্টার । যারা ঢাকায় থাকে তাদের আর করা লাগবে না প্রতিদিন বাসে করে আসা যাওয়া । আর যারা হলে থাকে তাদের তো দশগুণ বেশি আনন্দ । কারণ প্রায় চার-পাচ মাস পর তারা একটা দীর্ঘ ছুটি কাটাতে বাসায় ফিরছে, ফিরছে পরিবারের কাছে, আপনজনদের কাছে । মাঝে হয়তো অনেকেই গিয়েছে, কিন্তু গেলেও সেটা অল্প সময়ের জন্য । আগের রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলো তারা, আজ পরীক্ষা দিয়েই বাস, ট্রেন, প্লেন যে যেভাবে পেরেছে বাড়ি ফিরে গেছে । তাদের মন গেয়ে উঠেছে,
স্বপ্ন টানে দিলাম পারি
অচিন পথে আপন ছাড়ি।
স্বপ্ন টানে দিলাম পারি
অচিন পথে আপন ছাড়ি।
পেছন ফেলে উঠান বাড়ি,
প্রিয় মুখ আর স্মৃতির শাড়ি।
মন বলে চল ফিরে আবার,
স্বপ্ন যাবে বাড়ি আমার ।
স্বপ্ন টানে দিলাম পারি
অচিন পথে আপন ছাড়ি।
স্বপ্ন টানে দিলাম পারি
অচিন পথে আপন ছাড়ি।
পেছন ফেলে উঠান বাড়ি,
প্রিয় মুখ আর স্মৃতির শাড়ি।
মন বলে চল ফিরে আবার,
স্বপ্ন যাবে বাড়ি আমার ।