Jarif Behind Girls

মেয়েদের ছবিতে জারিফ
৮ ডিসেম্বর, ২০২২, বৃহস্পতিবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
ক্লাসের চিয়ারফুল, পাওয়ারফুল ছেলে জারিফ, কোথাও না কোথাও সে মজা করবেই । ক্লাসের মেয়ে শিক্ষার্থীদের সাথে যখন কে এম শাহরিয়ার ইসলাম স্যার ছবি তুলছিলেন, তখন সে যেয়ে পেছনে থেকে দাত বের হাসি দিয়ে ছবিটাকে আলাদা মাত্রা প্রদান করেছে । কিন্তু তুমি মিয়া মজা লইবা কেউ টের পাইবো না, এমন কিন্তু হয় নি । তার ছবি ক্রোপ করে সবাই সেভ করে রেখেছে এখন সবাই তাকে নিয়ে মজা নেওয়ায় ব্যস্ত । উল্লেখ্য, শেষ ক্লাসে আজ আমাদের সকলের প্রিয় প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সল্ভিং শিক্ষক কে এম শাহরিয়ার ইসলাম স্যার এর সাথে ছবি তুলছিলাম তখনই ঘটে এই ঘটনা । ছবিগুলো দেখতে
এখানে
ক্লিক করুন ।