Destructed Shehab

ধ্বংসাত্মক শিহাব
৮ ডিসেম্বর, ২০২২, বৃহস্পতিবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
মরা মরা ভাব । চেয়ারের সাথে শরীর এলিয়ে দিয়েছেন । এরকম হালে পি সেকশনের ছাত্র শিহাবের একটু স্থিরচিত্র পাওয়া গিয়েছে । আসলে যেটা ঘটেছে, ছবিটি গত ৬ ডিসেম্বর তোলা । ল্যাব ক্লাসে । আসলে কিছুই ঘটেনি । সে এমনেই গা এলিয়ে দিয়ে বসে আছে । সেই ছবি স্থিরচিত্রে ধারণ করে মজা নেয়ার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে তার বন্ধুরা ।