Zerin Maam's Birthday

জেরিন ম্যামের জন্মদিন
১৬ নভেম্বর, ২০২২, বুধবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
আজ ১৬ নভেম্বর আমাদের 'বেসিক ফাংশনাল ইংলিশ এন্ড স্পোকেন ইংলিশ' কোর্সের টিচার জেরিন তোহফা ফারহাত ম্যামের জন্মদিন আয়োজন করে পি সেকশন । সকাল ১২টার দিকে ম্যামের মাথায় পি সেকশনের পক্ষ থেকে একটি ফুলের তোড়া পড়িয়ে এবং কেক কেটে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের । বেশ ছোটোখাটো কিন্তু জমকালো আয়োজনের মধ্যে হয় অনুষ্ঠানটি । জন্মদিনের ছবিগুলো দেখতে
এখানে
ক্লিক করুন ।