Varsity Journey Started

ভার্সিটি জীবন শুরু
৪ সেপ্টেম্বর, ২০২২, রবিবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
শুরু হয়ে গেলো ৬৭ তম ব্যাচের সিএসই পথচলা । আজ ৪ সেপ্টেম্বর শুরু হয়ে গেছে দ্বিতীয় অর্ধেক সেকশনের ক্লাস । দ্বিতীয় হাফ কারণ প্রথম
দিককার কিছু সেকশনের ক্লাস ইতমধ্যে শুরু হয়ে গেছে । একই সাথে আজ থেকে শুরু হচ্ছে পি সেকশনের পথচলা । প্রথম দিনেই উপস্থিতির সংখ্যা ৯০ শতাংশের বেশি । ক্লাস নিয়েছেন কে এম শাহরিয়ার ইসলাম স্যার এবং এমডি আসাদুজ্জামান আসাদ স্যার । তারা যথারীতি প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সল্ভিং এবং ইন্ট্রোডাকশন টু বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ফর কম্পিউটেশন এর কোর্স টিচার । সেই সাথে এমডি আসাদুজ্জমান স্যার এর ধরে সেকশনের সিআর নির্বাচন ও শুরু হয়ে । তিনজনের ভেতর সি আর হন নাহিদ হাসান এবং কো-সিআর হন জাহিদ হাসান তন্ময় ।