They are reading

ধুমসে পড়ছেন তারা
২৩ সেপ্টেম্বর, ২০২২, শুক্রবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
শুক্রবার, ক্লাস নেই, ছুটি । সেই ছুটির সর্বোত্তম ব্যাবহার করছেন শাহ নুর, মাসুদ, শাকিল আর মারুফ ।
কেউ মোবাইল দেখে, কেউ খাতায় লিখে যে যেভাবে পারছে পড়াশুনা করছে । তবে ক্যামেরার পেছনের মানুষটা কি করছে বা সে কে তা জানা যায় নি । সে সবার জীবনযুদ্ধে এগিয়ে যাবার স্মৃতি ধারন করছে নিজে জীবন যুদ্ধে পিছিয়ে থেকে । এরকম সেক্রিফাইস খুব কমই দেখা যায় ।
কেউ মোবাইল দেখে, কেউ খাতায় লিখে যে যেভাবে পারছে পড়াশুনা করছে । তবে ক্যামেরার পেছনের মানুষটা কি করছে বা সে কে তা জানা যায় নি । সে সবার জীবনযুদ্ধে এগিয়ে যাবার স্মৃতি ধারন করছে নিজে জীবন যুদ্ধে পিছিয়ে থেকে । এরকম সেক্রিফাইস খুব কমই দেখা যায় ।