Take Off Registration

টেক অফ রেজিস্ট্রেশন
১৩ নভেম্বর, ২০২২, মঙ্গলবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
শুরু হচ্ছে সবচেয়ে বড় প্রোগ্রামিং কন্টেস্ট, টেক অফ কন্টেস্ট । ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতি বছরই এই কন্টেস্টের আয়োজন করে থাকে । দোতলায় বসেছে রেজিস্ট্রেশন বুথ । এছাড়াও অনলাইনেও রেজিস্ট্রেশনের সিস্টেম রয়েছে । বুথে সামনে কন্টেস্টে অংশগ্রহন করতে আগ্রহী অন্যান্য শিক্ষার্থীদের সাথে দেখা যায় পি সেকশনের টপার তৌফিককে । বুথের সামনে দাড়িয়ে আছে সে টেক অফ কন্টেস্টে অংশগ্রহন করবার রেজিস্ট্রেশন করার উদ্দেশ্যে ।