Students in Library

লাইব্রেরিতে ছাত্রছাত্রীরা
১৩ সেপ্টেম্বর, ২০২২, মঙ্গলবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
অদ্ভুত এক ক্লাস রুটিন । স্কুল কলেজে একটানা ক্লাস করে অভ্যস্ত আমাদের ভার্সিটির রুটিন অদ্ভুত লাগারই কথা । কোনদিন সকালে ক্লাস, কোনদিন বিকেলে ক্লাস, কোনদিন সকালে একটা ক্লাস বিকালে একটা একটা ক্লাস মাঝখানে লম্বা সময় ফাকা । ব্যাপারটা অনেকটা সাধের লাউ গানের মতো, লাউয়ের আগাও খাইলো, ডগাও খাইলো, কিন্তু পরে ডুগডুগি বাজাইলো, মাঝের অংশের খবর নাই । কিন্তু আমাদের এই মাঝের সময়টুকু কাটানোর জন্য রয়েছে লাইব্রেরি ।
সেরকমই একটি ছবি হাতে এসেছে আমাদের । ছবিতে ৬ জন পি সেকশনের ছাত্রকে দেখা যাচ্ছে, যারা ক্লাসের ফাকের অবসর সময়টা টা একসাথে লাইব্রেরিতে কাটাচ্ছে । ক্লাসের দুই ফারিয়া, সিআর নাহিদ, ফাহিম, মোহ আর তৌফিক ।
ছবিতে দেখা যাচ্ছে নাহিদ আর এক ফারিয়া মোবাইল চালানোয় ব্যাস্ত । অন্য ফারিয়া গালে হাত দিয়ে কার কথা যেনো ভাবছে । ফাহিম কারো সাথে কথা বলছে, কিন্তু কার সাথে তা বলা মুশকিল । মোহ ঠিক কি করছে তা শিওর না, তবে মনে হচ্ছে কাউকে খুজছে । আর তৌফিক পড়ছে আর পড়ছে । আরেকজন বেচারাও কিন্তু আছে এখানে, সে ক্যামেরার ওপাশে, যার জন্য বেচারাকে দেখা যাচ্ছে না বিধায় তার নামটাও বলা যাচ্ছে না ।
সেরকমই একটি ছবি হাতে এসেছে আমাদের । ছবিতে ৬ জন পি সেকশনের ছাত্রকে দেখা যাচ্ছে, যারা ক্লাসের ফাকের অবসর সময়টা টা একসাথে লাইব্রেরিতে কাটাচ্ছে । ক্লাসের দুই ফারিয়া, সিআর নাহিদ, ফাহিম, মোহ আর তৌফিক ।
ছবিতে দেখা যাচ্ছে নাহিদ আর এক ফারিয়া মোবাইল চালানোয় ব্যাস্ত । অন্য ফারিয়া গালে হাত দিয়ে কার কথা যেনো ভাবছে । ফাহিম কারো সাথে কথা বলছে, কিন্তু কার সাথে তা বলা মুশকিল । মোহ ঠিক কি করছে তা শিওর না, তবে মনে হচ্ছে কাউকে খুজছে । আর তৌফিক পড়ছে আর পড়ছে । আরেকজন বেচারাও কিন্তু আছে এখানে, সে ক্যামেরার ওপাশে, যার জন্য বেচারাকে দেখা যাচ্ছে না বিধায় তার নামটাও বলা যাচ্ছে না ।