Raghib Sleeping In Class

ক্লাসে ঘুমাচ্ছে রাগিব
১৭ নভেম্বর, ২০২২, বৃহস্পতিবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
গত ১৪ তারিখ ফিসিক্স ল্যাবে স্ট্যান্ডের সাথে থুতনি ঠেকিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে ছিলেন পি সেকশনের ছাত্র রাগিন শাহরিয়ার । কিন্তু তার কপালে জুটেছে কিছু টক্সিক ফ্রেন্ড এটা সে ভুলে গিয়েছিলো । তাই তার ছবিটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় তার বন্ধুরা । আহারে, বেচারা সারাদিন ক্লাস করে একটু ক্লান্ত ছিলো, সেটাই কিনা সে ঘুমাচ্ছে রটে গেলো ।