Piyal with friends

বন্ধুদের সাথে পিয়াল
১০ সেপ্টেম্বর, ২০২২, শনিবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
স্কুল, কলেজ সব পার করে এসে শুরু করেছি আমরা ভার্সিটি জীবন । নতুন বন্ধু, নতুন মানুষ, দেশের নানা প্রান্ত থেকে আসার মানুষের সাথে পরিচয়।
পি সেকশনেও এরকম ৫০+ মানুষ এসেছে তাদের ইঞ্জিনিয়ারিং জীবনের হাল ধরতে । তাদের মধ্যেই একজন পিয়াল । নতুন বন্ধুদের সাথে তাই স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখলো । একেবারে নতুন বললে ভুল হবে, ইতোমধ্যে তাদের সাথে ৬ দিনের মেলামেশা হয়ে গেছে । তবে অন্য দিক থেকে দেখতে গেলে নতুনই আছে । তবে সে যাই হোক, নতুন, পুরাতন কি আধা নতুন, বন্ধু তো বন্ধুই!
পি সেকশনেও এরকম ৫০+ মানুষ এসেছে তাদের ইঞ্জিনিয়ারিং জীবনের হাল ধরতে । তাদের মধ্যেই একজন পিয়াল । নতুন বন্ধুদের সাথে তাই স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখলো । একেবারে নতুন বললে ভুল হবে, ইতোমধ্যে তাদের সাথে ৬ দিনের মেলামেশা হয়ে গেছে । তবে অন্য দিক থেকে দেখতে গেলে নতুনই আছে । তবে সে যাই হোক, নতুন, পুরাতন কি আধা নতুন, বন্ধু তো বন্ধুই!