New PC buying

পিসি কেনার হিড়িক
১১ সেপ্টেম্বর, ২০২২, বুধবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
"কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং" এর স্টুডেন্ট দের অস্ত্র কি জানেন? কম্পিউটার । এই কম্পিউটার ছাড়া ইঞ্জিনিয়ারিং শেখা আর শুয়ে শুয়ে সাতার কাটা শেখা অনেকটা একই । তাই তো হিড়িক লেগেছে নতুন পিসি কেনার । পি সেকশন সহ অন্যান্য সকল সেকশনের স্টুডেন্টরা নতুন পিসি কিনছে, পোস্ট করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । কেউ ল্যাপটপ, কেউ ডেস্কটপ । সাজেশন নিচ্ছে বড় ভাই বোনদের কাছ থেকে কিংবা অভিজ্ঞ বন্ধুদের কাছ থেকে ।
এছাড়াও সকলেই অপেক্ষায় কবে তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে ডিসিএল ল্যাপটপ পাবে । সেটা পেতে আরও অপেক্ষা করতে দেড় দুই বছর ।
এছাড়াও সকলেই অপেক্ষায় কবে তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে ডিসিএল ল্যাপটপ পাবে । সেটা পেতে আরও অপেক্ষা করতে দেড় দুই বছর ।