Lungi and Cucumber

লুঙ্গি আর শসা
২২ অক্টোবর, ২০২২, শনিবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
দুনিয়ায় কত রকম অহরহ ছবিই ভাইরাল হয়, তেমনি একটি ছবি ভাইরাল পি সেকশনের সি আর নাহিদ হাসানের । ছবিতে দেখা যায়, তিনি লুঙ্গি পড়ে মুখে শসা গুজে হাত পা এলিয়ে দিয়ে ঘুমিয়ে আছেন । কেন তার এই এরকম ভঙ্গিমায় শুয়ে থাকা তা জানা যায় নি । তবে অন্যান্য ছাত্রছাত্রিরা বেশ মজা নিচ্ছেন তাকে নিয়ে ।