IBC Picnic

আইবিসি পিকনিক
১ ডিসেম্বর, ২০২২, বৃহস্পতিবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
আইবিসি বা ইন্ট্রোডাকশন টু বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ফর কম্পিউটেশন কোর্সের কোর্স টিচার মো. আসাদুজ্জামান স্যার পি সেকশনের সবাইকে আয়োজন করতে বলেন পিকনিকের । তারই ধারাবাহিকতায় আজ ১ ডিসেম্বর বেশ দারুণভাবে পিকনিকের আয়োজন করে পি সেকশনের ছাত্রছাত্রীরা । সকালে কুইজ দিয়ে বেড়িয়ে পড়ে তারা । কিছু গ্রুপ চলে যায় বাজার করতে, কিছু গ্রুপ যায় রান্নার আসবাবপত্র আনতে । সবকিছু জোগাড় হতে হতে দুপুর হয়ে যায় । এরপর শুরু হয়ে যায় রান্না করার পালা । আয়োজন করা হয়ে ভার্সিটি থেকে একটু দুরেই একটি খোলা মাঠে । মুল রাধুনী ছিলেন সিআর নাহিদ । তবে ফাহিম সহ আর অন্যান্য কয়েকজন রান্নায় বেশ ভুমিকা রেখেছেন । সবাই মিলে পেয়াজ রসুন ছেলা, মাংস কসানো, চাল সিদ্ধ করা ইত্যাদি নানা কাজ করে বেশ আনন্দিত । পাশাপাশি চলে গান, ফুটবল খেলা । বিকেলের দিকে সম্মানিত শিক্ষক আমাদের মাঝে উপস্থিত হন, তিনিও আমাদের সাথে ফুটবল খেলেন । এছাড়াও রান্না হয়ে গেলে আমাদের সবাইকে নিয়ে একটা মজার খেলার আয়োজন করেন । সেই খেলায় ফাইনালে গিয়েছিলো ফারিয়া আর তাউহিদ, তবে বিজয়ী আর স্পষ্টভাবে নির্ধারিত হয় নি । ছেলেরা বলছে তাউহিদ জয়ী, মেয়েরা বলছে ফারিয়া জয়ী । যাই হোক, খেলতে খেলতে মাগরিবের আজান দিয়ে দেয় । এরপর খাওয়াদাওয়ার পালা শুরু । সবাই মিলে বেশ দারুণভাবে খাওয়া উপভোগ করে । খাওয়া শেষে স্যার আমাদের প্রসংসা করে বিদায় নেন । তারপর যে যার বাসায় চলে আসে । এভাবেই বেশ আনন্দঘন একটা মুহূর্ত কাটায় পি সেকশন । পিকনিকের ছবি-ভিডিও দেখতে
এখানে
ক্লিক করুন ।










