Fun in football

খেলার মাঝে মজা
৯ নভেম্বর, ২০২২, বুধবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
গতকাল ৮ নভেম্বর সকালে ফিসিক্স ক্লাস শেষে মাঝে ফাকা সময়টুকুতে ইউনুস খান স্কলার ১ হলের মাঠে ফুটবল খেলে পি সেকশনের গুটিকতক ছাত্র । খেলার মাঝে বেশ কিছু ফটশুট ও করে তারা । এক ছবিতে রবিনের দুই পায়ের মাঝে ফরহাদ হোসেন তমিক কে উঁকি দিতে দেখা যায় । আবার আরেক ছবিতে দেখা যায় আলিফ আর রবিনকে মধ্যাঙ্গুলি দেখাচ্ছে তার বন্ধুরা অন্য ছবিটা বেশ দারুণ । মাটিতে পা ছড়িয়ে গালে হাত দিয়ে বসে সিআর নাহিদ, আর তার পেছনেই কোমরে হাত দিয়ে মাজা বেঁকিয়ে দাড়িয়ে আছে আলিফ, জারিফ, রবিন, তমিক । তার একেকজন একেক দিকে তাকিয়ে ।