First Presentation

প্রথম প্রেজেন্টেশন
২৪ নভেম্বর, ২০২২, বৃহস্পতিবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
ভার্সিটি লাইফে প্রেসেন্টেশন একটা আলাদা অনুভূতির নাম । এদিন ছেলেমেয়েরা ফরমাল ড্রেসে ভার্সিটিতে আসে, এবং ছবি তুলবার হিড়িক লেগে যায় । পি সেকশনের প্রথম প্রেজেটেশন অনুষ্ঠিত হল আজ । প্রথম প্রেজেন্টেশনটি ছিলো মো. ইউসুফ আলি শিক্ষকের বেসিক ফিসিক্স কোর্সের । এছারাও অতসী দাস শিক্ষিকার বেসিক ম্যাথমেটিক্স কোর্সেরও প্রেজেন্টেশন ছিলো আজ । সবার অনুভুতি ছিলো প্রকাশ করার মতো । বন্ধুদের ফরমাল সাজে দেখে এবং নিজেরাও ফরমাল সাজে সেজে বেশ খুশি । সবাই মিলে ফ্রেমবন্দিও করেছে প্রথম প্রেজেন্টশনের স্মৃতিগুলো ।