100 % Loaded

  • Home
  • Routine
  • Courses
  • About us
  • Result
  • First Lab, First Task

    প্রথম ল্যাব, প্রথম ট্যাস্ক
    ১২ সেপ্টেম্বর, ২০২২, সোমবার
    লেখাঃ সাদাত আলম প্রতীক
    ইঞ্জিনিয়ারিং করার ইন্টারেস্টিং পার্ট ল্যাব ক্লাস । আর তা যদি হয় প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সল্ভিং এর, তাহলে তো জমে ক্ষীর । পি সেকশনেরও প্রথম ল্যাব ক্লাস হয়েছিলো গত মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর । কোর্স টিচার ফাহান হাসান স্যার সবাই একটা ট্যাস্ক দিয়েছিলেন, কোড ব্লক্স নামক সফটওয়্যারটি ইন্সটল করে সেটার একটা স্ক্রিনশট তুলে বিএলসি তে সাবমিট করার জন্য।
    সেই প্রথম ট্যাস্ক সাবমিটের জন্য সবার আগ্রহ তাই অনেক । আগামীকাল দ্বিতীয় ল্যাব ক্লাস, তার আগেই সাবমিট করতে হবে এই ট্যাস্ক । বিএলসি নামক এই প্ল্যাটফর্মে সকলে পরিচিত হয়েও আনন্দিত । যদিও এখনও সবার মেইল আড্রেস একটিভ হয় নি, তারাও যুক্ত হবে একটিভ হয়ে গেলে ।

    ⚠Caution⚠

    This page may not work on every browser due to some techniqal issues. Copy the link (Tap To Copy) and paste in new tab or use Mozila Firefox browser or try changing the url from https to http manually.
    Latest News
    View All