Boys Converting to Girl

মেয়ে হচ্ছে ছেলেরা
২১ নভেম্বর, ২০২২, সোমবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
ভাইরাল টিকটকার মন্টি রয়কে কমবেশি আমরা সবাই চিনি । ওপার বাংলার এই জনপ্রিয় টিকটকার তার মেকআপ করে নিজেকে ছেলে থেকে মেয়ে বানিয়ে ফেলবার প্রতিভা দেখে অবাক হয়েছিলো দুই বাংলার সকলেই । রাতারাতি সেই হয়ে গিয়েছিলো ভাইরাল । তেমনই ঘটনা ঘটছে এবার পি সেকশনে । তবে পুরোপুরি তেমন নয় । পি সেকশনের ছেলেগুলোদেরও মেয়েরূপে দেখা যাচ্ছে । এই পরিবর্তনে কিন্তু মেকআপের কারিশমা ছিলো না, ছিলো স্ন্যাপচ্যাট, ফেসঅ্যাপ এর মতো জনপ্রিয় কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের কারিশমা । তাছাড়াও এগুলো তারা নিজে থেকে করছে এমনও না । তাদের ভুলিয়ে ভালিয়ে 'দোস্ত, আয়, তোর একটা জোস পিক তুইলা দেই' বলে তাদের ঠকিয়ে তুলে নিচ্ছে এই ছবিগুলো এবং ভাইরাল করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে । তবে যাই হোক, দিন শেষে নারীরূপে ভালোই মানিয়েছে তাদের ।