Alif is sleeping

আলিফ ঘুমাচ্ছেন
১৬ সেপ্টেম্বর, ২০২২, শুক্রবার
লেখাঃ সাদাত আলম প্রতীক
লেখাঃ সাদাত আলম প্রতীক
একটানা কয়েকদিন ক্লাসের ফাকে ছুটিগুলো ভালোই লাগে । আমাদের দেশে তাই সবাই অপেক্ষায় থাকে কবে যে শুক্রবার আসবে! অন্যান্য দিন ঘুম থেকে সকাল সকাল ওঠো, রেডি হও, বাস ধরো, হেন তেন আরও কতো কিছু । কিন্তু শুক্রবার এলেই একটু শান্তির ঘুম দেয়া যায় ।
সেরকমই এক অভিজ্ঞতার মুহূর্ত শেয়ার করেছেন আলিফ নুর । পি সেকশনের মেসেঞ্জার গ্রুপে তার ঘুমন্ত সেলফি তুলে তিনি জানান দুপুর হয়ে গেলেও এখনও ঘুম থেকে ওঠেননি তিনি । তবে মজার ব্যাপার, ঘুম থেকে উঠে ছবি আপলোড করে তিনি জানাচ্ছেন তিনি নাকি ঘুমাচ্ছেন এখনও ।
সেরকমই এক অভিজ্ঞতার মুহূর্ত শেয়ার করেছেন আলিফ নুর । পি সেকশনের মেসেঞ্জার গ্রুপে তার ঘুমন্ত সেলফি তুলে তিনি জানান দুপুর হয়ে গেলেও এখনও ঘুম থেকে ওঠেননি তিনি । তবে মজার ব্যাপার, ঘুম থেকে উঠে ছবি আপলোড করে তিনি জানাচ্ছেন তিনি নাকি ঘুমাচ্ছেন এখনও ।